নাচোলে খাসপুকুর দখলকে কেন্দ্র করে হামলায় ৭ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুমিহীন পরিবারকে উচ্ছেদ করতে ও খাস পুকুর দখলকে কেন্দ্র করে হামলায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে, দরবেশপুর গ্রামের শ্যামলের স্ত্রী শিউলী (২৫), তোসিকুলের স্ত্রী মর্জিনা (৩০) ও পলাশের স্ত্রী লতা (২৩), সাইফুলের স্ত্রী বুলী (৩৬) মৃত আমিনুল ইসলাম গানুর স্ত্রী শিউলী (৪০) ও সাইফুল ইসলাম (৪০)। আহরা সকলেই নাচোল হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাচোল উপজেলার দরবেশপুর স্কুলের পেছনে সরকারী একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১০/১৫ জন লাঠিয়াল বাহিনী নিয়ে পুকুরে মাছ মারার চেষ্টা করলে ভূমিহীন পরিবাররা বাধা দেয়। এসময় মাছমারার চেষ্টাকারীদের সঙ্গে মারামারির সুত্রপাত হয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়।
এদিকে পুলিশ সূত্র জানিয়েছে, এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধিন রয়েছে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৭-০১-১৭

,