জেলাজুড়ে শুরু হয়েছে তিন দিনের উন্নয়ন মেলা

জেলা প্রশাসনের আয়োজনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকেল ৩টায় সংসদ সদস্য আবদুল ওদুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপন কান্তি শীল, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম মনজুর রেজা এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. সাইদুর রহমান।
এর আগে উন্নয়ন মেলা উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠ গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। শোভাযাত্রায় এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনদিন ব্যাপী আয়োজিত মেলার ৬৪টি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। র‌্যালি ও উদ্বোধনীতে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুর রহমান খাঁন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামসহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শনী করাসহ জেলার বিভিন্ন উন্নযন কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এদিকে নাচোল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে নাচোল উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফের সভাপতিত্বে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নি, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছিরুদ্দীনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ৪১টি স্টল রয়েছে।
এদিকে ভোলাহাট সমুন্নত স্মৃতি সৌধ মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় র‌্যালি ও আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ভোলাহাট বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য পিয়ারজাহান ও হোসনে আরা পাখি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের ও আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল, উপজেলা ইঞ্জিনিয়ার এএসএম মুঞ্জুর মওলা, কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান, মৎস্য অফিসার ওয়ালিউর রহমান, বিএমডিএ ইঞ্জিনিয়ার নিশিকান্ত প্রামানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নকিবুল হাসান, ভোলাহাট রেশম বোর্ড সহকারী পরিচালক মাহবুব-উল আলমসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলাতেও তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।