শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত থেকে ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেল ৩টার দিকে দুটি পৃথক অভিযানে ফেনসিডিলগুলি উদ্ধার করা হয়। তবে এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল হাসান মোর্শেদ অভিযানগুলির সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার আশরাফ আলীর নেতৃত্বে শিবগঞ্জের বিলভাতিয়া বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৯১/২-এস হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাতিয়াবিল নামক স্থান হতে ৭১ বোতল  এবং নায়েব সুবেদার আব্দুর রহমানের নেতৃত্বে ভোলাহাট সদর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৯৩ হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভুরিডুবির মাঠ নামক স্থান হতে ১৬ বোতলসহ  মোট ৮৭ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০১-১৭

, ,