জেলায় দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন শেষে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু, অধ্যাপক গোলাম কবির, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ। সভা পরিচালনা করেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক বিলকিস আরা মহুয়া।
চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সভঅয় দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা। পরে উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
ভোলাহাট 
 আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্দ্যোগে শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
সকালে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাসান আলী মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, অফিসার ইনচার্জ (তদন্ত) কবির হোসেন, ইউপি চেয়ারম্যান-আব্দুল কাদের ও মশফিকুল ইসলাম তারা, আ’লীগ নেতা মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনে আরা পাখি, শিক্ষক আরেফা বেগম, শাহনাজ খাতুন, সদস্য আব্দুল কাদির, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম।
নাচোল
 এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নাচোল বাজার-রেলস্টেশন রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল আওয়াল, সাধারণ সম্পাদক (অবঃ) সহকারি শিক্ষক একরামুল হক, নাচোল সরকারি কলেজের প্রভাষক ফাতেমা খাতুন, প্রধান শিক্ষক মুসলে হুদ্দিন, সহকারি শিক্ষক ময়না বেগম, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
গোমস্তাপুর 
 অন্যদিকে আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, নানা কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল, মানববন্ধন, র‌্যালী ও পথসভা। 
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রহনপুর রেল স্টেশন চত্ত্বরে মানববন্ধন মিলিত হয়। পরে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীর, উপজেলা দুর্নীতি পতিরোধ কমিটির সভাপতি সাবেক সহকারী অধ্যাপক নুরুল আমিন, সহসভাপতি মুক্তিযোদ্ধা আকতার আলি খান কচি, আফতাব উদ্দিন লালান, সাধারণ সম্পাদক সাংবাদিক আতিকুল ইসলাম আজম, শিক্ষক মুনসুর আলি, ব্যবসায়ী আশরাফুল ইসলাম আশরাফ প্রমূখ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১২-১৬

, , ,