যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নাটাবের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার জেলা পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় মানুষদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক ইকবাল মনোয়ার খান চান্না। জেলা নাটাবের সভাপতি মনিম উদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে যক্ষ্মা রোগের বিভিন্ন দিক তুল ধরেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের প্যাথলজিষ্ট ডাঃ শফিকুল ইসলাম ও মেডিক্যাল অফিসার নাহিদ ইসলাম মুন।
সভায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল ইসলাম, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক জোনাব আলী, স্বাধীন সাহিত্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ইব্রাহীম, সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সাইদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, সাবেক কাউন্সিলর শরিফা খাতুন বেবী, আজিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমীন সুলাতানা (রুমা), নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, নাটাব কেন্দ্রীয় কমিটির সোসাল মোবিলাইজার আতাউর রহমান বাচ্চুসহ মোট ৫০ জন অংশ নেয়।
সভায় জানানো হয়, ৩ সপ্তাহের বেশী কাশি হলে বা দীর্ঘদিন ধরে কাশি ভাল না হলে অবশ্যই চিকিৎসা নেয়া প্রয়োজন। এবিষয়ে সামাজিকভাবে সচেতন করাও প্রয়োজন। এলক্ষে সচেতনতামূলক সভা সেমিনারসহ লিফটেল বিতরণ কার্যক্রম চালানোর উপর গুরুত্বারোপ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১২-১৬