১০ দিন ব্যাপি টেবিল টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামের জিমনেসিয়ামে ১০ দিন ব্যাপি তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রশিক্ষণের উদ্বোধন করেনে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না।
জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও আজমাল হোসেন, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু, আহসান হাবিব মিন্টু, কামাল হোসেন ছোটকা, সাধারণ পরিষদ সদস্য শহিদুল হক, ইফতেখার রুবেল, শামসুল আলম সহ অতিথিবৃন্দ। এতে ১০ জন ছেলে ও ৬ জন মেয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন মোহাইমেনুল হক নিশান, লেবেল-২ কোচ ও আন্তর্জাতিক টেবিল টেনিস আম্পায়ার। তাকে সহযোগিতা করছে স্থানীয় কোচ শেখ মোহাম্মদ ফরিদ সায়েম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-১২-১৬