মহিলা সংস্থার কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান ও বিদায় অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থার ‘জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পে’র দু’টি ব্যাচের ৯৬ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র প্রদান ও বিদায় অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা মহিলা সংস্থার পাঠানপাড়া কার্যালয়ে সংস্থার জেলা চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংস্থার জেলা কর্মকর্তা পংকজ কুমার দাস, সহকারী প্রোগ্রামার তাসরিন সুলতানা, কম্পিউটার প্রশিক্ষক রাহনাজ বন্যা, বিদায়ী শিক্ষার্থী শামসুন্নাহার, নাজিয়া হাসান, রোখসানা খাতুন প্রমূখ।
বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীদের কম্পিউটার শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ত্ব দেন। অনুষ্ঠানে সফলভাবে এ ধরনের প্রশিক্ষণ গ্রহণের পর কর্মসংস্থানের বিদ্যমান সূযোগ নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ২০১৬ সালের ১ম ব্যাচের ৪৬ জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র প্রদান ও ২য় ব্যাচের ৫০ জনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১২-১৬