সড়ক দূর্ঘটনা রোধকল্পে পেশাদার গাড়ী চলকদের প্রশিক্ষণ

‘সাবধানে গাড়ী চালান, নিরাপদ থাকুন’-প্রতিপাদ্যেকে সামনে রেখে সড়ক দূর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে  পেশাদার মোটরগাড়ী চালকদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
এ সময় দেশে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা রোধ ও হ্রাসকল্পে করণীয় সম্পর্কে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এরশাদ হোসেন খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবুল কালাম, চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক স্বদেশ কুমার দাস, মোটরযান পরিদর্শক ফয়সাল হাসান, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি লুৎফর রহমান, ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রমূখ।
প্রশিক্ষণে ৫০ জন চালক অংশ নিচ্ছেন। মাল্টিমিডিয়া পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করছেন বিআরটিএ কর্মকর্তা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের চীফ ইন্সট্রাকটর, চিকিৎসক,প্রকৌশলী,রেড ক্রিসেন্টের প্রশিক্ষকবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১২-১৬

,