এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগীয় ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্ত:বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দূপুর ২টায় অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ বনাম আইন অনুষদ। খেলায় বিজয়ী হয় কৃষি অনুষদ ও রানারআপ হয় আইন অনুষদ। সন্ধ্যায় খেলা শেষে মাঠে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রাশেদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। খেলায় বিজয়ী ও রানারআপ উভয় দলকে সুশৃংখল খেলা উপহার দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষপর্বে উপাচার্য বিজয়ী ও রানারআপ দলের সকল খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৯-১২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৯-১২-১৬