গোমস্তাপুরে ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ফাউন্ডেশনের অফিস চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন চৌডালা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনসারুল হক ডাক্তার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পল্লী চিকিৎসক তসলিম উদ্দিন, চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সাহেদা খাতুন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী।
অনুষ্ঠানে এলাকার ১’শ ৫০ জন দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে গায়ের চাদর বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-১৬

,