সীমান্তে ৩৪ লক্ষ টাকার নেশাজাতীয় ইঞ্জেকশন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের সাড়ে বাইশ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান এক প্রেসনোটে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি’র একটি টহল দল নায়েব সুবেদার কবির উদ্দিনের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২২ হাজার ৪’শ ৫০ পিস নেশাজাতীয় ইঞ্জেকশন (বুপরি নরপিন) উদ্ধার করে। যার আনুমানিক জব্দ মূল্য ৩৩ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা।
উদ্ধারকৃত ইনজেকশনগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১২-১৬
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান এক প্রেসনোটে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি’র একটি টহল দল নায়েব সুবেদার কবির উদ্দিনের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২২ হাজার ৪’শ ৫০ পিস নেশাজাতীয় ইঞ্জেকশন (বুপরি নরপিন) উদ্ধার করে। যার আনুমানিক জব্দ মূল্য ৩৩ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা।
উদ্ধারকৃত ইনজেকশনগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১২-১৬