শিবগঞ্জের পদ্মাতীরে দিনদুপুরে মাইক্রো থেকে লাশ ফেলে পালালো দূবৃর্ত্তরা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের পদ্মাতীরের বালুর ঘাট এলাকায় মাইক্রোবাসে বহন করা এক অজ্ঞাত ব্যক্তির লাশ ফেলে পালিয়েছে দূর্বৃত্তরা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, দুপুর ১টার দিকে কয়েকজন দূবৃর্ত্ত একটি মাইক্রোবাসে করে নিয়ে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ বালুর ঘাট এলাকায় নদীর তীরের বোল্ডারের উপরে ফেলে পালিয়ে যায়। তিনি বলেন, ‘ ঘটনাটি আমি স্থানীয়দের মুখে শোনামাত্র পুলিশকে অবহিত করি’।
এদিকে, খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান জানান, চাঁপাইনবাবাঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেশ আলি মিঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ ঘটনার রহস্য উদঘাটন ও এরসঙ্গে জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৭-১২-১৬
উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, দুপুর ১টার দিকে কয়েকজন দূবৃর্ত্ত একটি মাইক্রোবাসে করে নিয়ে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ বালুর ঘাট এলাকায় নদীর তীরের বোল্ডারের উপরে ফেলে পালিয়ে যায়। তিনি বলেন, ‘ ঘটনাটি আমি স্থানীয়দের মুখে শোনামাত্র পুলিশকে অবহিত করি’।
এদিকে, খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান জানান, চাঁপাইনবাবাঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেশ আলি মিঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ ঘটনার রহস্য উদঘাটন ও এরসঙ্গে জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৭-১২-১৬