জেলা পরিষদ নির্বাচনে ১ চেয়ারম্যানসহ ১৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীকারীদের মধ্যে  ১ চেয়ারম্যান ও ১৬ সদস্য প্রার্থীসহ ১৭ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের শেষ দিন রবিবার জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য জানান।
নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগ নেতা আ্যাড.আফসার আলী। এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় সদস্য নির্বাচিত হয়েছেন ১১ নং ওয়ার্ডের প্রার্থী আবুল বাশার।
ওই সূত্র জানায়, সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩ নং ওয়ার্ডে ১ জন, ৫নং এ ২ জন, ৬নং এ ১ জন,৭ নং এ ৩জন, ১০ নং এ ৪ জন, ১১ নং এ ১ জন,১৪ নং এ ১ জন ও ১৫ নং এ ৩ জন। কোন সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এখন নির্বাচন পর্যন্ত টিকে রইলেন ৫ চেয়ারম্যান, ৪৬ সাধারণ সদস্য ও ১৫ সংরক্ষিত নারী সদস্য সহ ৬৩ জন প্রার্থী।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ বণিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন টিপু ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশীদ আলম বাচ্চু।
একটি চেয়ারম্যান পদে এবং সাধারণ ও সংরক্ষিত ২০টি সদস্য পদে মোট ৮৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।এই নির্বাচনে জেলায় মোট ভোটার ৬’শ ৫৮ জন। কেন্দ্র সংখ্যা ১৫টি। নির্বাচনে জেলার ৫টি উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা দিন দিন বাড়ছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১২-১৬