পুলিশের হাতে ইয়াবাসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে একটি মোটরসাইকেল ও ১শ’ পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যাক্তি হচ্ছে সদর উপজেলার টিকোরপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে লতিফুর রহমান (২৮)।
পুলিশ জানায়, বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে শহরের পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ লতিফুরকে আটক করা হয়।
 এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
এ আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ১৫ পিস ইয়াবাসহ ১ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, মুশরীভুজা বাজার মাঠ হতে বুধবার সন্ধ্যার দিকে নামোমুশরিভুজা গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে ওয়াসিম আলী (২৩) কে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১২-১৬

,