বাঙালি ও ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা মিলে উদযাপন করলো বিজয় উৎসব

বাঙালি ও ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা মিলে নওগাঁর নিয়ামতপুরে মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে বিজয় উৎসব উদযাপন করেছে। বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র উদ্যোগে উৎসবের আয়োজন করা হয়।
শোভাযাত্রা, আলোচনা ও ক্ষুদ্র জাতিসত্তার নাচ-গানের মধ্য দিয়ে বিজয় উৎসব উদযাপন করা হয়। নিয়ামতপুর প্রফেসর পাড়াস্থ বিডিও কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা নিয়ামতপুরের বিভিন্ন সড়ক ঘুরে এসে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর আলোচনা সভা ও ক্ষুদ্র জাতিসত্তার নারীরা নিজেদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে।
বিডিওর সভাপতি আবুল ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য দেন নিয়ামতপুরের সহকারী কমিশনার (ভূমি) শাহীন রেজা, বিডিও’র নির্বাহী পরিচালক আক্তার হোসেন, ক্ষুদ্র জাতিসত্তার নারী নেত্রী বাসন্তি ওরাওঁ, সাদিকুর রহমান, খোকন তরু, নাজমুল আলম প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নওগাঁ/ ২০-১২-১৬