বিশ্ব এইডস দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব এইডস দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা সিভিল সার্জন অফিস ও বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার সকালে শোভাযাত্রাটি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পূনরায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। ‘আসুন ঐক্যর হাত ধরি, এইচআইভি প্রতিরোধ করি’ প্রতিপাদ্যে শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ, পরিবার জেলা পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা.আব্দুস সালাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার জিনাত আরা হক, পাপিয়া সুলতানা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামসুন্নাহার ডলি, বেসরকারী উন্নয়ন সংগঠন ব্র্যাকের শাহনুর ইসলাম, লাইট হাউসের রাইহানুল হক, সালাউদ্দিন জুয়েল প্রমূখ। আলোচনায় বক্তারা এইচ.আই.ভি এইডস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১২-১৬