‘সাপ্তাহিক সোনামসজিদ’ পত্রিকার ১৬তম বর্ষপূর্তি উৎসব
চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার ১৬তম বর্ষপুর্তি উৎসব পালিত হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে পত্রিকার প্রকাশক ও সম্পাদক জোনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র মোসলেমা খাতুন মুসি, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, দৈনিক চাঁপাই দর্পণ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, ব্যবসায়ী শামসুল হক, রাইহানুল ইসলাম লুনা, পৌর কাউন্সিলর আব্দুল বারেক, কলেজ শিক্ষক নওসাবাহ নওরিন নেহা, রেডিও মহানন্দার শামিয়া আক্তার।
বক্তরা বলেন, এ বছর ১৭ তে আর আগামী বছর ১৮ তে পদার্পণ করছে এই পত্রিকা। সেই অর্থে সোনামসজিদ পত্রিকা যৌবনে পা দিতে যাচ্ছে। আশা করি এই পত্রিকা আগামীতেও নিরপেক্ষ সংবাদ পরিবেশনা দিয়ে তার বিকাশ ঘটাবে। অনুষ্ঠানের শেষ পর্বে বর্ষপূর্তির কেক কাটা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১২-১৬
বক্তরা বলেন, এ বছর ১৭ তে আর আগামী বছর ১৮ তে পদার্পণ করছে এই পত্রিকা। সেই অর্থে সোনামসজিদ পত্রিকা যৌবনে পা দিতে যাচ্ছে। আশা করি এই পত্রিকা আগামীতেও নিরপেক্ষ সংবাদ পরিবেশনা দিয়ে তার বিকাশ ঘটাবে। অনুষ্ঠানের শেষ পর্বে বর্ষপূর্তির কেক কাটা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১২-১৬