জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে জেলার ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে মোট ১৫টি কেন্দ্রে ৬শ’ ৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার কাজ করছেন। টহলে রয়েছে বিজিবি ও র‌্যাব সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে জেলায় মোট ভোটার ৬’শ ৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫’শ ৪জন এবং মহিলা ভোটার ১’শ ৫৪ জন। ভোট কেন্দ্র সংখ্যা ১৫টি। নির্বাচনে জেলার ৫টি উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিগণ ভোটাধিকার প্রয়োগ করছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১২-১৬