নাচোলে এক সপ্তাহে ১৩ গরু চুরি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক সম্পাহের ব্যবধানে ১৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার আজিপুর গ্রাম থেকে আজিজুর রহমানের ছেলে আব্দুল খালেকের গোয়াল ঘর থেকে শীদ কেটে ৫টি গরু চুরি হয়েছে। বৃহস্প্রতিবার রাতে ঝিকড়া গ্রাম থেকে সাইদুর রহমানের ৪টি গরু চুরি হয়েছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে ভাতসা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সেকেন্দার আলীর গোয়াল ঘর থেকে ২টি গরু ও বিশালপুর গ্রামের খাইরুল ইসলামের গোয়াল ঘর থেকে শীদ কেটে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরু চুরির ঘটনায় অস্বাভিাবিক বেড়ে যাওয়ায় কৃষকরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন গরু চুরি রোধ করতে পুলিশী টহল জোরদার করা হয়েছে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ৩১-১২-১৬

,