বিনোদপুরে শেখ জামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কানসাট ও মোবারকপুরের পয়েন্ট ভাগাভাগি
শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদশিকারী যুব সংঘ আয়োজিত শেখ জামাল স্মৃতি ৫০ হাজার প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর রবিবারের খেলায় কানসাট ও মোবাররকপুরের ১-১ গোলে সমতা থাকায় তাদের পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। কানাসাটের পক্ষে রুবেল ও মোবারকপুরের পক্ষে সোহেল গোল করে। । খেলা পরিচালনা করে টিটো। তাকে সহযোগিতা করে ডায়মন্ড ও বাবুল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১১-১২-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১১-১২-১৬