শিবগঞ্জে র‌্যাবের হাতে দু’ পিস্তলসহ আটক হল দু’জন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারিক বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব দু’টি আমেরিকান ৭.৬৫ মি.মি পিস্তল, ৫টি ম্যাগজিন ও ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ দু’জনকে আটক করেছে। শুক্রবার ভোররাত ৪টায় অভিযানটি চালান হয়। আটক দু’জন হচ্ছে, শিবগঞ্জের গাজীপুর গ্রামের আফসার আলীর ছেলে ইব্রাহীম আলী ওরফে এম (৪০) ও চাকলা গ্রামের মাহিদুল ইসলামের ছেলে মাসুম আলী ওরফে বাবু (২৫)।
র‌্যাব জানায়, অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের অস্ত্র ও গুলিসহ হাতেনাতে আটক করে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়ারা অস্ত্র ব্যবসার কথা স্বীকার করেছে।
এঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১২-১৬

,