১ম বিভাগ ফুটবল লীগে রহনপুর ক্রিকেট ক্লাবের জয়
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েন এর যৌথ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ১ম বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতা ২০১৬-১৭ এর রোববারের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় জয় পেয়েছে রহনপুর ক্রিকেট ক্লাব। তারা টাইব্রেকারে ৩-১ গোলের জয়েন্ট ব্রাদার্স ক্লাব কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতা ছিল। খেলা পরিচালনা করেন অহেদুল; তাকে সহযোগিতা করেন শামীম ও আনিসুর। চতুর্থ রেফারি বাদল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-১১-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-১১-১৬