নাচোলে গাঁজাসেবন ও বিক্রয়ের দায়ে ২জনের অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাঁজা সেবন ও বিক্রয়ের দায়ে ২জনের বিরুদ্ধে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি গাঁজা বিক্রয়ের দায়ে ১জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অর্থদন্ড প্রাপ্তরা হলো নাচোল বাজার পাড়ার লোকমান আলীর ছেলে আওয়াল (২৫) ও আজমল শেখের ছেলে মিলন শেখ(২৫)।
নাচোল থানার ওসি ফাছির উদ্দিন জানান, গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আওয়াল ও মিলন শেখকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর নিকট শনিবার  সকালে হাজির করা হলে, তারা দোষ স্বীকার করায় প্রত্যেককে ১হাজার ৫’শ টাকা করে অর্থদন্ড করা হয় এবং গাঁজা বিক্রয়ের দায়ে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মাজেদ আলীর ছেলে আস্তাবুল (৫০) এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

চঁঅপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৬-১১-১৬

,