শিবগঞ্জে চোরাচালানের মাধ্যমে আসা ১৩ মোবাইল ফোনসহ ১ ইউপি সদস্য আটক

চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন দেশের তৈরী ১৩টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের বেলাল উদ্দীনের ছেলে কবিরুল ইসলাম (৩৪)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলমের নেতৃত্বে একটি দল শনিবার সন্ধ্যায় শিবগঞ্জের কানসাট বাজারের ‘কে এস টেলিকম’ নামের একটি দোকানে অভিযান চালায়। এসময় দোকান থেকে ১৩ এ্যান্ড্রয়েড ফোনসহ কবিরুলকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মোবাইল চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে শিবগঞ্জ বাজারের তিনটি দোকনে অভিযান চালিয়ে ৩ ব্যক্তিকে ১২ লক্ষ টাকা মূল্যর ৭৮টি মোবাইল ফোনসহ আটক করেছিল র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৬


,