জহুরপুরটেক সীমান্তে সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ৭৪ বোতল ভারতীয় জেডি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

চাঁপাইনবাবগস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯ টায় পদ্মা নদীর খলিফার চর নামক এলাকায় জহুরপুর টেক বিওপি’র টহল দল নায়েক সুবেদার মাসুদার রহমানের নেতৃত্তে সীমান্ত পিলার ১৯/৪ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৭৪ বোতল ভারতীয় জেডি মদ উদ্ধার করে। জব্দ মদের আনুমানিক মূল্য ১ লক্ষ ১১ হাজার টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক/ ০৫-১১-১৬