শিবগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তদারকি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলার সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, ওসি (তদন্ত) সারোয়ার রহমান, কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ ১৫ ইউনিয়নের চেয়ারম্যানগণ।
সভায় বক্তারা বলেন- ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ০১-০১-১৯৯৯ বা তার পূর্বে এবং ইতিপূর্বে যারা ভোটার নিবন্ধন হতে পারেননি তাদের ২৫ নভেম্বর ২০১৬ থেকে ১৫ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বলে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১১-১৬
উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, ওসি (তদন্ত) সারোয়ার রহমান, কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ ১৫ ইউনিয়নের চেয়ারম্যানগণ।
সভায় বক্তারা বলেন- ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ০১-০১-১৯৯৯ বা তার পূর্বে এবং ইতিপূর্বে যারা ভোটার নিবন্ধন হতে পারেননি তাদের ২৫ নভেম্বর ২০১৬ থেকে ১৫ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বলে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১১-১৬