বিশ্ব ডায়াবেটিকস দিবসে র‌্যালী ও আলোচনা সভা

‘অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সমিতির কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডাঃ দুরুল হোদার সভাপতিত্বে মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, হেলথ এডুকেটর জান্নাতুন নেসা।
শেষে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সকাল থেকে নতুন ডায়াবেটিক পরীক্ষা করতে আসা রোগীদের বিনামূল্যে পরীক্ষাসহ ৪৫ জনকে চিকিৎসা প্রদান করেন।
বক্তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে অন্ধত্ব এড়ানোর পরামর্শ দেন। সকলকে সর্তক করে বলেন আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে হৃদপিন্ড, রক্তনালী, ¯œায়ু, কিডনী, দাঁত, মুখ, চোখ, পা ইত্যাদি অঙ্গ মারাত্বকভাবে আক্রান্ত হয়ে থাকে। সকলকে ডায়াবেটিস নিয়ন্ত্র্েযণ রাখার পরামর্শ দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১১-১৬