চকঝগড়–তে এসইউএস ক্রিকেট টুর্নামেন্টে বালিয়াডাঙ্গার জয়

বালিয়াডাঙ্গা ইউনিয়নের জামবাড়িয়া স্পোর্টস কন্ট্রোল বোর্ড আয়োজিত চকঝগড়– উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এসইউএস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ এর বৃহস্পতিবারের খেলায় জয় পেয়েছে বালিয়াডাঙ্গা এ্যাথলেটিক ক্লাব। তারা ৮ উইকেটে গোরক্ষনাথপুর ক্রিকেট দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে গোরক্ষনাথপুর ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাকিব ৯ ও মুরশেদ ৪ রান করে। বালিয়াডাঙ্গার বোলার মাতিন ৩ ওভার ২২ রানে ৪টি, ওমর ১ ওভার ৭ রানে ২টি উইকেট লাভ করে। ৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বালিয়াডাঙ্গা এ্যাথলেটিক ক্লাব ৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়লাভ করতে সক্ষম হয়। দলের পক্ষে তুষার ৪০ ও মাতিন ৩ রান করে। গোরক্ষানাথপুরের বোলার উসমান ১ ওভার ১৬ রানে ১টি ও রাকিব ১ ওভার ৯ রানে ১টি উইকেট লাভ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৭-১১-১৬