২ ও ৩ ডিসেম্বর নানা হে ধ্বনিতে মাতবে চারুকলার বকুলতলা

ইটকাঠের শহর ঢাকায় আগামী ২ ও ৩ ডিসেম্বর শুরু হচ্ছে, প্রথম জাতীয় গম্ভিরা উৎসব। চাঁপাইনবাবগঞ্জের লোকগান গম্ভিরাকে নিয়ে এটিই বড় আয়োজন, এতে অংশ নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ৯টি ও রাজশাহীর একটি গম্ভিরা দল। প্রতিটি দলই নিজেদেকে মেলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন। বসে নেই উৎসবের আয়োজক, জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা - ‘দিয়াড়’
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উৎসবকে সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতনিবিময় সভার শুরুতেই গম্ভিরা উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন দিয়াড়ের সদস্য সচিব আনোয়ার হক।
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এরশাদ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উৎসবকে সফল করতে বিভিন্ন পরামর্শ ও আয়োজকদের ধন্যবাদ দিয়ে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা মুনিমুদ্দোল্লা চৌধুরী, রহনপুর পৌরসভার মেয়র তারিফ আহমেদ, গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন, লোক সংস্কৃতি গবেষক ড. শহীদ সারওয়ার আলো ,গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা পারভিন, চাঁপাই গম্ভিরা দলের নানা মাহবুবুল আলম ও নাতি ফাইজার রহমান মানি, সাংবাদিক মাহবুবুল ইসলাম ইমন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১১-১৬