সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সংখ্যালঘু চারটি সংগঠন। শুক্রবার বিকেল সোয়া চারটায় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর অপর পাড়ে বারঘরিয়া চত্ত্বরে ব্রাক্ষনবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়ী ঘরে হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পুজা উযাযাপন কমিটির সভাপতি বাবুল কুমার ঘোষ,সাধারণ সম্পাদক প্রনব কুমার পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার ও সাধারণ সম্পাদক দিরীপ রায়, হিন্দু মহাজোটের রাজশাহীও রংপুর বিভাগীয় আহব্বায়ক দুলাল কুমার দাস,জেলা সভাপতি উত্তম বর্মন, জেলা সনাতন ফেডারেশনের সভাপতি মৃনাল কান্তি পাল সহ সংগঠনগুলির বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। বক্তারা এসময় বলেন ধর্ম যার যার কিন্তু দেশ সবার। ধর্মীয় রাষ্ট্র নয় বরং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। তাঁরা ধর্মীয় সংঘাত সৃষ্টির উস্কানিদাতাদের শাস্তি দাবী করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১১-১৬