বাল্যবিয়ে করতে গিয়ে বর গেল ‘লালঘরে’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। সেই সঙ্গে কারাদন্ড দেয়া হয়েছে বর ও কনের পিতাকে।
আদালত সূত্র জানিয়েছে, উমরপুর গ্রামের ওই শিক্ষার্থীর সাথে সোমবার বিয়ের প্রস্তুতি নেয়া হয় শিবগঞ্জ উপজেলার বড় হাদিনগর গ্রামের আফজাল হোসেনের ছেলে জালাল উদ্দিন (২০) এর। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কল্যাণ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল বিয়ে বাড়িতে অভিযান চালায়। এঘটনায় বর জালাল উদ্দিনকে ও কনের পিতা লাল মোহাম্মদকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বার্হী ম্যাজিষ্ট্রেট কল্যান চৌধুরী এ রায় ঘোষনা করলে শিবগঞ্জ থানা পুলিশ বর জালাল এবং কনের পিতা লাল মোহম্মদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৭-১১-১৬

,