চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার মানববন্ধ ও সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকসহ সাধারণ মানুষ।
সকালে মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গণপরিবহনের মালিক, মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবন্ধসহ কয়েশ সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের সভাপতি লুৎফর রহমান ফিরোজ, জেলা ট্রাক মালিক গ্র“পের সভাপিত আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দরের সমস্ত মালামাল এ মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এছাড়াও প্রতিদিন কয়েক’শ যাত্রীবাহি বাস চলাচল করে। অথচ প্রায় ২ বছর ধরে চলাচলের অনুপোযোগী হয়ে পড়া এই সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হচ্ছেনা। বক্তারা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার মধ্যে ৪৮ কিলোমিটার মহাসড়কের এই ক্ষতিগ্রস্থ অংশটি দু’ জেলার মধ্যে পড়ায় চলছে রশি টানাটানি। প্রতিদিন শত শত যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়ছে।
সমাবেশ থেকে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে মহাসড়ক সংস্কারের কাজ শুরু না হলে পরিবহন ধর্মঘটের কর্মসুচি ঘোষণা করা হবে।
মানববন্ধন চলাকালে মহাসড়কের দূ’ধারে শত শত যান আটকা পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১১-১৬
সকালে মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গণপরিবহনের মালিক, মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবন্ধসহ কয়েশ সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের সভাপতি লুৎফর রহমান ফিরোজ, জেলা ট্রাক মালিক গ্র“পের সভাপিত আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দরের সমস্ত মালামাল এ মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এছাড়াও প্রতিদিন কয়েক’শ যাত্রীবাহি বাস চলাচল করে। অথচ প্রায় ২ বছর ধরে চলাচলের অনুপোযোগী হয়ে পড়া এই সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হচ্ছেনা। বক্তারা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার মধ্যে ৪৮ কিলোমিটার মহাসড়কের এই ক্ষতিগ্রস্থ অংশটি দু’ জেলার মধ্যে পড়ায় চলছে রশি টানাটানি। প্রতিদিন শত শত যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়ছে।
সমাবেশ থেকে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে মহাসড়ক সংস্কারের কাজ শুরু না হলে পরিবহন ধর্মঘটের কর্মসুচি ঘোষণা করা হবে।
মানববন্ধন চলাকালে মহাসড়কের দূ’ধারে শত শত যান আটকা পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১১-১৬