শিবগঞ্জে পুলিশের হাতে ধরা পড়ল ৪ গরু চোর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশ  চার গরু চোরকে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃতরা হলো- দূলর্ভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডারের মানিক মিয়ার ছেলে খাইরুল (৪৫), বেলালের ছেলে আবদুস সবুর (৪০), শ্যামপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামের মাজেদের ছেলে ইসমাইল (৫০) ও বিনোদপুর ইউনিয়নের একবরপুর রসুনচক গ্রামের মনসুরের ছেলে বাহাদুর (৪৮)।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক লুৎফর রহমান জানান, গত শুক্রবার শ্যামপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামের মনিরুল ইসলামের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। এবিষয়ে গরুর মালিক ওই দিনই চারজনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গরু চুরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে গরু বিক্রয়ের চব্বিশ হাজার টাকাও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক. শিবগঞ্জ/ ০৬-১১-১৬

,