র্যাব ও বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ ২জন আটক
চাঁপাইনবাবগঞ্জে র্যাব ও বিজিবি’র পৃথক অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবু সায়েম (৩০) ও শিবগঞ্জ উপজেলার আড়গাড়া নাতোর গ্রামের মৃত নিয়াজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলমের নেতৃত্ত্বে শহরের নামোশংকরবাটী চৌমুহনী আঠাইপাড়া এলাকার নতুন ব্রীজমূখী সড়কে অভিযান চালায়। পরে ১১ বোতল বিদেশী মদসহ সায়েমকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আবু সায়েম দীর্ঘদিন যাবৎ বিদেশী মদসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত।
অন্যদিকে, শনিবার রাত সাড়ে দশটায় শিবগঞ্জের কামালপুর বিওপির সদস্যরা ৮ বোতল ফেন্সিডিলসহ তরিকুলকে আটক করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১১-১৬
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলমের নেতৃত্ত্বে শহরের নামোশংকরবাটী চৌমুহনী আঠাইপাড়া এলাকার নতুন ব্রীজমূখী সড়কে অভিযান চালায়। পরে ১১ বোতল বিদেশী মদসহ সায়েমকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আবু সায়েম দীর্ঘদিন যাবৎ বিদেশী মদসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত।
অন্যদিকে, শনিবার রাত সাড়ে দশটায় শিবগঞ্জের কামালপুর বিওপির সদস্যরা ৮ বোতল ফেন্সিডিলসহ তরিকুলকে আটক করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১১-১৬