গোমস্তাপুর উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রহনপুর রেনজারসের জয়
গোমস্তাপুর উপজেলার ্রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর শনিবারের খেলায় জয় পেয়েছে রহনপুর রেনজারস ফুটবল দল। তারা ২-১ গোলে অসম আলীনগর ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সরেন ও অর্জন এবং বিজীত দলের পক্ষে রাসেল একটি গোল করে। আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে চ্যালেঞ্জারস চৌডালা ফুটবল দল ও প্রিমিয়ার পার্বতৗপুর ফুটবল দল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৬-১১-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৬-১১-১৬