শ্যামপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কানসাটের জয়

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর যুব সংঘ আয়োজিত শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর সোমবারের খেলায় জয় পেয়েছে কানসাট ক্লাব ফুটবল দল। তারা ৩-১ গোলে দূর্লভপুর ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে কলিং ২টি, দিপু একটি গোল করে এবং বিজীত দলের পক্ষে কাউসার একটি গোল করে। খেলা পরিচালনা করেন টিটো, তাকে সহযোগিতা করেন ডায়মন্ড ও বাবুল। চতুর্থ রেফারি রমজান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৮-১১-১৬