চকঝগড়–তে এসইউএস ক্রিকেট টুর্নামেন্টে গোপিনাথপুরের জয়
বালিয়াডাঙ্গা ইউনিয়নের জামবাড়িয়া স্পোর্টস কন্ট্রোল বোর্ড আয়োজিত চকঝগড়– উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এসইউএস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ এর রবিবারের খেলায় জয় পেয়েছে গোপিনাথপুর ক্রিকেট দল। তারা ৩১ রানে মহিশপুর ক্রিকেট দলকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে গোপিনাথপুর ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে হযরত ২৭ ও রহমান ১৩ রান করে। মহিশপুরের বোলার তুষার ৩ ওভার ২২ রানে ৫টি, ইদুল ১ ওভার ৬ রানে ১টি উইকেট লাভ করে। ৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মহিশপুর ক্রিকেট দল ৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তুষার ২৫ ও ইদুল ১৫ রান করে। গোপিনাথপুরের বোলার হযরত ৩ ওভার ২৭ রানে ৩টি ও রহমান ৩ ওভার ২৫ রানে ৪টি উইকেট লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৬-১১-১৬
প্রথমে ব্যাট করতে নেমে গোপিনাথপুর ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে হযরত ২৭ ও রহমান ১৩ রান করে। মহিশপুরের বোলার তুষার ৩ ওভার ২২ রানে ৫টি, ইদুল ১ ওভার ৬ রানে ১টি উইকেট লাভ করে। ৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মহিশপুর ক্রিকেট দল ৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তুষার ২৫ ও ইদুল ১৫ রান করে। গোপিনাথপুরের বোলার হযরত ৩ ওভার ২৭ রানে ৩টি ও রহমান ৩ ওভার ২৫ রানে ৪টি উইকেট লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৬-১১-১৬