চর বাসুদেবপুরে মিড ডে মিল চালুর লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা
শিক্ষার্থীদের পুষ্টি ঘাটতি, ঝরে পড়া রোধ ও উপস্থিতি বৃদ্ধির জন্য ‘মিড ডে মিল’ চালুর লক্ষ্যে অভিভাবকদের উদ্ধুদ্ধকরণ সভা বৃহস্পতিবার সদর উপজেলার চর বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি চরঅনুপনগর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দীন শামীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন খাতুন প্রমূখ।
সভার সভাপতি সাদেকুল ইসলাম ১০ হাজার টাকা অনুদান দিয়ে মিড ডে মিল চালুর অঙ্গীকার করেন। অভিভাবকেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এ কর্মসূচিতে সহায়তা দিতে সম্মত হন। সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য টিফিন বক্স দেওয়া হবে বলে জানান। আগামী এক নভেম্বর থেকে এ বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে সিদ্ধান্ত নেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১০-১৬
দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি চরঅনুপনগর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দীন শামীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন খাতুন প্রমূখ।
সভার সভাপতি সাদেকুল ইসলাম ১০ হাজার টাকা অনুদান দিয়ে মিড ডে মিল চালুর অঙ্গীকার করেন। অভিভাবকেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এ কর্মসূচিতে সহায়তা দিতে সম্মত হন। সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য টিফিন বক্স দেওয়া হবে বলে জানান। আগামী এক নভেম্বর থেকে এ বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে সিদ্ধান্ত নেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১০-১৬