নাচোলে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

রুখে দাঁড়ান সহিংসতা, উগ্রতার বিরুদ্ধে এই স্লোগান নিয়ে মঙ্গলবার চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডি কারিগরি কলেজ ও সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ে অহিংস দিবস পালিত হয়েছে। অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর আয়োজনে সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সোনাইচন্ডি কারিগরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, তরিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম, আব্দুল খালেক, বশিউর রহমান, মজিবর রহমান, আসুস এর নির্বাহী পরিচালক রাজকুমার শাও, প্রকল্প সমন্বয়কারী আয়েশা খাতুন, মনিটরিং এন্ড এভ্যালুয়েশন অফিসার বশির উদ্দিন আহমেদ।
সভায় বক্তারা বলেন, মহাত্মাগান্ধী সারাজীবন অহিংস রাজনীতি করে গেছেন। তিনি তার দেশের সমস্যা ও আন্তর্জাতিক সমস্যা গুলো আলোচনার মাধ্যমে সমাধান করতেন। জান মালের ক্ষতি ব্যতিত অহিংস আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা যায় তা তিনি বিশ্ববাসীকে শিখিয়ে গেছেন। তার এই অহিংসার বানী প্রচার করায় এবং  তাঁকে ও তাঁর আচরণকে সারাজীবন মানুষের মধ্যে লালন করার জন্য ২০০৭ সালে জাতিসংঘ ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস ঘোষনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৪-১০-১৬

,