মহানন্দা নদীর স্লুইসগেটে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে এক জেলে নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে মহানন্দা নদীর স্লুইসগেট এলাকায় রোববার মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে আলম আলী (৫৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আলম বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুরতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে।
প্রত্যদর্শীর বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপপরিচালক (ডিএডি) ওহিদুল ইসলাম জানান, মহানন্দা নদীর স্লুইসগেটের কাছে মাছ ধরার সময় হটাৎ পা পিছলে আলম পড়ে যায়। এসময় নদীপারের বিলের দিক থেকে আসা প্রচন্ড শ্রোতে তলিয়ে নদীতে ঢুকে যায়। খবর পেয়ে দুপুরে চাঁপাইনবাবঞ্জ ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরি মহানন্দায় উদ্ধার অভিযান শুরু করে। তবে, বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ আলমের কোন সন্ধান পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৬
প্রত্যদর্শীর বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপপরিচালক (ডিএডি) ওহিদুল ইসলাম জানান, মহানন্দা নদীর স্লুইসগেটের কাছে মাছ ধরার সময় হটাৎ পা পিছলে আলম পড়ে যায়। এসময় নদীপারের বিলের দিক থেকে আসা প্রচন্ড শ্রোতে তলিয়ে নদীতে ঢুকে যায়। খবর পেয়ে দুপুরে চাঁপাইনবাবঞ্জ ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরি মহানন্দায় উদ্ধার অভিযান শুরু করে। তবে, বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ আলমের কোন সন্ধান পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৬