শিবগঞ্জ ইউএনও সৈয়দ ইরতিজা আহসানকে বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
শিবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও আধুনিক তথ্য ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে এবং শিক্ষকদের সুবিধার জন্য একটি এলইডি মনিটর ও আর্থিক অনুদান প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-১০-১৬

,