শিবগঞ্জে পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে দুই স্কুল ছাত্র নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পার-ঘোড়াপাখিয়া এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে ২ স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে বলে স্থানীয়সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে । নিখোঁজ দুই ছাত্র পজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের আনারুলের ছেলে টনিক (১৬) ও একই এলাকার বকুলের ছেলে  রংকু (১৭)।
নিখোঁজদের পারিবারিক সূত্রে জানাগেছে, রাতে ৫জনের একটি দল পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এ সময় খর¯্রােতে পড়ে নৌকাটি উলটে ডুবে যায়। এ সময় ৩ জন সাঁতরিয়ে কিনারে উঠলেও রিংকু ও টনিকের খোঁজ পাওয়া যায়নি।  পরিবারসুত্রে আরো জানাগেছে,নিখোঁজ দুইজনেই রানীহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিলো।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, নিখোঁজদের খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা  টনাস্থলে
পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১০-১৬

,