কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

সারাদেশের মত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২ লক্ষ ৭৩ হাজার ৩’শ ৭৬জন শিশুকে একটি করে কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানোর কাজ শুরু হয়েছে। শনিবার (২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর) পর্যন্ত কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সকালে সদর উপজেলার লক্ষিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি একরামুল হক, মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেকুল ইসলাম।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১টি করে কৃমিনাশক মেবেন্ডাজল ট্যাবলেট খাইয়ে কর্মসূচীর উদ্বোধন করেন অতিথিরা।
উল্লেখ্য, ২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ৫ বছর থেকে ১২ বছর বয়সী সকল শিশুকে ১টি করে ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১০-১৬