গোমস্তাপরে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শিবরামপুর গ্রামের পার্শ্বে বাঙ্গাবাড়ী সড়ক থেকে মঙ্গলবার ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছেন, শিবরামপুর গ্রামের ইউপি সদস্য আলম হোসেনের ছেলে রুবেল শেখ (২৭) এবং ওইছ উদ্দিনের ছেলে নাসিম (৫০)। র‌্যাব জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলমের নেতৃত্ত্বে গোমস্তাপুর উপজেলার শিবরামপুর গ্রামের পার্শ্বে বাঙ্গাবাড়ী সড়কে অভিযান চালায়। পরে দুই জনকে ফেন্সিডিলসহ আটক করা হয়। র‌্যাব আরো জানায়, রুবেল ও নাসিম দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১০-১৬