শিবগঞ্জে পদ্মা নদীতে ধরা পড়েছে ঘড়িয়াল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়েছে একটি ঘড়িয়াল। তরিকুল ইসলামের ফাঁস জালে ধরা পড়ে ঘড়িয়ালটি
তরিকুল ইসলাম জানান, বন্যার সময় থেকে ২০০ হাতের একটি ফাঁস জাল প্রতিদিনমত রাতে পদ্মা নদীতে জাল ফেলে আসি। বুধবার সকাল ৮ টার দিকে জাল উঠাতে গিয়ে দেখি, ঘড়িয়ালটি । এখন ঘড়িয়ালটির  মুখে একটা টেপ মেরে একটা বড় কড়াই পানি দিয়ে রেখেছি। তিনি আরো বলেন, মানুষের দেখার জন্য বিকাল পর্যন্ত এই ভাবে রাখব, তারপর সন্ধ্যার দিকে আবার পদ্মায় ছেড়ে দিব।
উদ্ধার হওয়া ঘড়িয়ালটি ‘কুমিরছানা’ হিসেবে এলাকায় প্রচার হলে ব্যাপক সংখ্যক জনগন ভিড় করে তরিকুলের বাড়িতে।
তবে মৎস কর্মকর্তারা বলছেন ভিন্ন বখা। জেলা মৎস কর্মকর্তা শামসুল আলম শাহ জানান, আমি নিজে যদিও এটি দেখেনি, তারপরও বলছি এটি কুমিরের বাচ্চা নয়, কুমিরের মত দেখতে হলেও একে ঘড়িয়াল বলে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী পদ্মায়  মাঝে মধ্যেই ঘড়িয়াল পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৭-১০-১৬

,