নাচোলে মাদকপানের দায়ের কলেজ প্রভাষক ভ্রাম্যমাণ আদালতে দন্ডিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক গ্রহণের দায়ে এক কলেজ প্রভাষকসহ ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
নাচোল থানার এমসআই জোহরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল পুলিশের একটি দল জামতলা মোড়ের মুরগী খামারের কাছে বুধবার দুপুরে অভিযান চালায়। এসময় ফেন্সিডিল পান করা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মুনজুরুল ইসলাম, নাচোল ডিগ্রী কলেজের প্রভাষক তুহিন ইসলামসহ হাজিডাঙ্গার রুমন নামের এক যুবককে আটক করা হয়। সন্ধ্যায় তাদের ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদ ওয়াশিফের আদালতে সোপার্দ করা হলে ভ্রাম্যমান আদালতে তারা তাদের দোষ স্বীকার করে। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ জনকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৭-১০-১৬

,