শিবগঞ্জ সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের আট রশিয়া বেড়িবাধ এলাকা থেকে বৃহস্পতিবার ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ ২ যুবককে আটক বিজিবি। এ সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা  হলো  দূর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের টিপুসুলতানের ছেলে সুমন রেজা (৩০) ও পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের  কশিমুদ্দিনের ছেলে লালবর(৩৭)।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাবিলদার হাফিজার রহমানের নেতৃত্বে মনাকষা বিওপির একটি টহল দল  দূর্লভপুর ইউনিয়নের আট রশিয়া বেড়িবাধ এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় মোটর সাইকেল যোগে দুইজন ব্যক্তি টহল দলের নিকটবর্তী হলে মোটর সাইকেলটিকে থামানোর সংকেত দেয়। মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু টহল দল এলাকার চারিদিক ঘিরে থাকায় তাঁরা পালাতে ব্যর্থ হয়। পরে তাদের  কাছ থেকে ৪ লাখ ৯৯ হাজার ৫শ ভারতীয় জাল রুপিসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।  এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২০-১০-১৬

,