শিবগঞ্জের পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২স্কুল ছাত্রের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিঁেখাজ হওয়া ২ দিন পর রিংকুর ও টনির লাশ শনিবার উদ্ধার করেছে এলাকাবাসী। রিংকু শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের বকুলের ছেলে ও একই এলাকার আনারুলের ছেলে টনিক।
এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, সকালে পদ্মানদীর ৩নং স্পার এলাকায় পদ্মানদীর তীরে বসবাসকারী লোকজন রিংকুর লাশ ভাসতে দেখে রিংকুর আত্মীয়স্বজনকে খবর দেয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে ৩নং স্পার এলাকা থেকে রিংকুর লাশ উদ্ধার করে। অন্যদিকে দুপুর ২টার অপর পদ্মানদীর ৩নং স্পার ঘটনাস্থল থেকে অল্প কিছু দূর হতে টনির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। লাশ উদ্ধার শেষে বিকাল ৪টায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে ৮জন নৌকা যোগে পদ্মা নদীতে মাছ ধরে বাড়ি ফিরার পথে নৌকা ডুবিতে ছত্রাজিত ইউনিয়নের রশিকনগর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে টনি ও বকুলের ছেলে রিংকু নিখোঁজ হয়। এ সময় বাকী ৬জন সাঁতরিয়ে তীরে ওঠে । শুক্রবার শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ফ ায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে অনেক খোঁজাখুজি করলেও তাদেও কোন খোজ পাওয়া যায়নি। ঐ দুজনের মধ্যে শনিবার সকালে রিংকুল লাশ উদ্ধার হল্ওে টনির কোন খোঁজ প্ওায়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৫-১০-১৬
এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, সকালে পদ্মানদীর ৩নং স্পার এলাকায় পদ্মানদীর তীরে বসবাসকারী লোকজন রিংকুর লাশ ভাসতে দেখে রিংকুর আত্মীয়স্বজনকে খবর দেয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে ৩নং স্পার এলাকা থেকে রিংকুর লাশ উদ্ধার করে। অন্যদিকে দুপুর ২টার অপর পদ্মানদীর ৩নং স্পার ঘটনাস্থল থেকে অল্প কিছু দূর হতে টনির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। লাশ উদ্ধার শেষে বিকাল ৪টায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে ৮জন নৌকা যোগে পদ্মা নদীতে মাছ ধরে বাড়ি ফিরার পথে নৌকা ডুবিতে ছত্রাজিত ইউনিয়নের রশিকনগর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে টনি ও বকুলের ছেলে রিংকু নিখোঁজ হয়। এ সময় বাকী ৬জন সাঁতরিয়ে তীরে ওঠে । শুক্রবার শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ফ ায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে অনেক খোঁজাখুজি করলেও তাদেও কোন খোজ পাওয়া যায়নি। ঐ দুজনের মধ্যে শনিবার সকালে রিংকুল লাশ উদ্ধার হল্ওে টনির কোন খোঁজ প্ওায়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৫-১০-১৬