তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী পালন হল নাচোলে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তিও বিপবী নেত্রী ইলা মিত্রের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার।
তেভাগা আন্দোলনের স্মৃতি বিজরিত নাচোলের কেন্দুয়ায় ইলা মিত্র স্মৃতিস্মৌধে দুপুরে রাণী ইলা মিত্র স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। ইলা মিত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল থানা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শামসুল আলম, বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোলের সহকারী  মিশনার (ভূমি) সরকার অসীম কুমার, নাচোল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আলামা আকবর, নাচোলের নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা জোহরুল ইসলাম, বিথী রানি সরকার প্রমূখ।
বক্তারা বলেন, ইলা মিত্র শুধু সাঁওতালদেরই নেত্রী ছিলেন না। তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তেভাগা আন্দোলনের জন্য তিনি নজিরবিহীন নির্যাতনের শিকার হন। গৌরবাজ্জ্বল ইতিহাসের অংশ হয়ে যান ইলা মিত্র। মহান মুক্তিযুদ্ধেও তিনি নানাভাবে সহায়তা দেন।
বক্তারা পাঠ্য বইয়ে তেভাগা আন্দোলন ও এর নেত্রী ইলা মিত্রের জীবনী অন্তর্ভূক্ত করার দাবি জানান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-১০-১৬

,