শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের আয়োজনে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানকে বিদায় সংবর্ধনা দিয়েছেন সংসদ সদস্য গোলাম রাব্বানীর। শুক্রবার রাতে উপজেলার কানসাট পুখুরিয়ায় অবস্থিত শেখ রাসেল অডিটোরিয়ামে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।
কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলামের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা শাহীনুল হক, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, উপজেলা শাখা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু, কানসাট ইউনিয়ন শাখা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিকলীগ সমন্বয় সভাপতি সাদেকুর রহমান মাস্টার, কানসাট ইউনিয়ন শাখা যুব লীগের সভাপতি বাবুল হোসেন,  সাধারণ সম্পাদক রমজান আলী প্রমূখ।
অন্যদিকে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে এ,কে,এস,রোকনের নেতৃত্বে একদল সাংবাদিক বিদায়ী ইউ,এন,ও কে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান।

এদিকে, বৃহষ্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন শফিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১০-১৬

,